শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :মুন্সীগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়- আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গজারিয়া থানায় অন্তত ৪ থেকে ৫টি হত্যা মামলা ও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়াও চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গ্রেফতারকৃত অপর তিনজন হলেন— জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং তার ভাই জসিম (৪৫)। তারা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



