Trending

শেখ হাসিনার ফাঁসির রায়; উত্তরা পশ্চিম থানা যুবদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনেল প্যানেল এ রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।রায় ঘোষণার পরই উত্তরা পশ্চিম থানা যুবদল এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মোঃ মেজবাহউদ্দিন খোকন। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ ফেরদৌস মজুমদার মাসুম, পশ্চিম থানার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ এবং বিএনপি ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন ১ নং ওয়ার্ড যুব দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান সুজন। আনন্দ মিছিলটি রাজলক্ষী চত্বর থেকে শুরু হয়ে আজমপুর বিএনএস সেন্টার এলাকা প্রদক্ষিণ করে আবার রাজলক্ষীতে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মেজবাহউদ্দিন খোকন বলেন,“এই রায় আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং ন্যায়ের প্রতি নতুন আশা জাগিয়েছে।মানবতাবিরোধী অপরাধে দোষীদের বিচার অবশ্যম্ভাবী ছিল। আজ সেই বিচার কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। উত্তরা পশ্চিম থানা যুবদলের নেতারা জানান, ভবিষ্যতেও তারা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের পক্ষে আন্দোলন চালিয়ে যাবে, যাতে মানুষের আস্থা আরও শক্তিশালী হয়।

 

 

Related Articles

Back to top button