বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ফরাসি সরকার

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ফরাসি সরকার। নতুন অভিবাসন আইনের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ইউরোপের বাইরের দেশের নাগরিক যার মধ্যে বাংলাদেশিরা অন্যতম ফরাসি নাগরিকত্ব, দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট এবং স্থায়ী রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হলে বাধ্যতামূলকভাবে ‘সিভিক পরীক্ষায়’ পাশ করতে হবে। পরীক্ষায় ব্যর্থ হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি গৃহীত নতুন অভিবাসন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো চার বছর মেয়াদি (মাল্টি-ইয়ার) অথবা দশ বছর মেয়াদি স্থায়ী রেসিডেন্স কার্ডের জন্য আবেদনকারী ইউরোপের বাইরের দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে ২০২৫ সালের ১৫ জুলাই জারি করা ডিক্রি অনুযায়ী নাগরিকত্বের আবেদনকারীদের জন্যও এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত আসছে।

Related Articles

Back to top button