উত্তরায় এইস বি এইস ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরার এইস বি এইস ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্যন্ত বর্ণাঢ্য ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের উত্তরা ক্যাম্পাসে চার বছর মেয়াদি শিক্ষা সমাপ্ত করা দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। আনন্দ, স্মৃতি, শুভেচ্ছা ও ভবিষ্যৎ স্বপ্নে ভরা এ আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আফরোজা শারমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান হাফিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ফিরিদুল ইসলাম ও লেফটেন্যান্ট জেনারেল নাজিমউদ্দীন। শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“এইস বি এইস ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ অত্যন্ত দ্রুতগতিতে শিক্ষার মান উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের নার্স তৈরিতে কাজ করছে। এই ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদের মেধা, দক্ষতা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে তারা দেশ-বিদেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মানবিকতা, স্বাস্থ্যসেবায় দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতার প্রশংসা করেন। বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরতে গিয়ে শিক্ষাজীবনের নানা স্মৃতির কথা বলেন এবং কলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও স্মারক তুলে দেওয়া হয়। কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button