ঢাকায় নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর উত্তরা ও গাজীপুরের শ্রীপুর এলাকায় নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।র্যাব সূত্রে জানা যায়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারী দেশজুড়ে অগ্নি সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ ১২ ও ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।আজ (১৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস সেন্টারের সামনে নাশকতার চেষ্টা চালানোর সময় র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন-১. মোঃ আব্দুস সালাম বাঙ্গালী (৫৪), শাহিন ভূইয়া (২৫) শাহিন সানা (২৪)। র্যাব জানায়, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



