Trending

কৃষক লীগের পদধারী নেতা সেলিম এখন বিএনপির পদধারী; এলাকার মানুষ অতিষ্ঠ

 

নিজস্ব প্রতিবেদকঃ  ২৩ সালের তুরাগের বাউনিয়া এলাকার মো. সেলিম মাদবর ওরফে আবু সেলিম, যিনি আওয়ামী লীগের দীর্ঘ সময় তুরাগ থানা কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তিনি তুরাগ থানাধীন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক বনে গেছেন । স্থানীয়দের ভাষ্য, দুই দলের রাজনীতিতে নিজেকে সুবিধাজনক অবস্থানে রেখে এখন এলাকায় প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে পরিচিত হয়েছেন তিনি। আর তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই প্রভাবশালী নেতা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে সেলিম বাউনিয়া এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে ভূমিদস্যুতাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এখন বিএনপির পরিচয়ে নির্যাতিত নেতাকর্মীদের ওপর নানাভাবে হয়রানি করছেন। দলের নাম ভাঙিয়ে অন্যের জমি দখল, একাধিক লিখিত অভিযো, সবই দলের কাছে জানা; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ওই দুই প্রভাবশালী নেতার প্রভাবের কারণে। তাদের প্রশ্ন, কৃষক লীগের গুরুত্বপূর্ণ পদে থাকার প্রমাণ থাকা সত্ত্বেও কীভাবে সেলিম বিএনপির দায়িত্ব পেলেন? কোন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তাকে দলে রাখা হচ্ছে, এ প্রশ্ন তুলেছেন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। এদিকে আশ্রয়দাতা নেতাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পান না। সেলিমের নিজস্ব সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকাবাসীও নীরব।স্থানীয় নেতৃত্বের দাবি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনই সেলিমের রাজনৈতিক অভিভাবক। যিনি আগে আওয়ামী লীগের সাবেক এমপি সাহারা ও হাবীব হাসানকেও অভিভাবক হিসেবে দেখেছেন।সরেজমিন ঘুরে আরও জানা যায়, ৫ আগস্টের পর থেকে সেলিম দলের নাম ব্যবহার করে একাধিক জায়গা দখলের চেষ্টা করেছেন। বিষয়টি সবাই জানলেও কমিটি কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ফ্যাসিবাদী সরকারের সময়ও বিভিন্নভাবে সুবিধা নেওয়া সেলিম এখন ময়লার টেন্ডার থেকে ইজিবাইক স্ট্যান্ড দখল, সবকিছু নিয়ন্ত্রণে নিতে মরিয়া। দুই দলের পদে থাকা প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সেলিম স্বীকার করে বলেন“ আমি আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা আপার সঙ্গে কাজ করেছি। হাবিব হাসান এমপি হওয়ার পরে তার সঙ্গেও ছিলাম। এখন সরকার পরিবর্তনের পর বিএনপিতে যোগ দিয়েছি।”

সেলিমের সব অপকর্ম ও সম্পুর্ন স্বীকারোক্তি নিয়ে বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে।

 

 

Related Articles

Back to top button