স্থানীয় বিএনপি নেতাদের সুবিধার জন্য বাউনিয়া-বাদালদি সড়কে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগের পর অবশেষে শুরু হয়েছে বানিয়া–বাদালদি সড়কের সংস্কার কাজ। বট তলার মোড় থেকে বাদালদি পর্যন্ত প্রধান সড়কটি বহুদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবি, প্রায় বিশ হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত এই সড়ক দিয়ে হওয়ায় রাস্তাটি সংস্কার ছিল সময়ের দাবি।কিন্তু কাজ শুরুর পরই তৈরি হয়েছে নতুন জটিলতা। ছয় তলা থেকে সংযোগ সড়কের পাশে থাকা দু-একটি গার্মেন্টসের পক্ষ থেকে বিকল্প রাস্তা না থাকার অজুহাতে প্রধান সড়কের সংস্কার কাজ বন্ধের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের ভাষ্য, গার্মেন্টস মালিকপক্ষের উস্কানিতে কিছু গার্মেন্টসকর্মী রাস্তাকাজে বাধা দিচ্ছেন। এমনকি এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী টাকা খেয়ে এই বাধাকে উৎসাহ দিচ্ছেন,স্থানীয়দের মধ্যে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে কোনো ধরনের বাধা ছাড়াই দ্রুত রাস্তাটির কাজ সম্পন্নের দাবিতে প্রতিবাদ জানায়। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অবহেলিত। এখন কাজ শুরু হলেও স্বার্থান্বেষী অল্প কিছু মানুষের জন্য পুরো এলাকার উন্নয়ন থমকে রাখা অমানবিক।প্রতিবাদকারীদের দাবি, যেহেতু প্রায় বিশ হাজার মানুষের জীবনমান এই সড়কের সাথে জড়িত, তাই সকল বাধা উপেক্ষা করে দ্রুততম সময়ে কাজ শেষ করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অল্প কিছু প্রভাবশালী বা সুবিধাভোগীর স্বার্থের কারণে যেন জনগুরুত্বপূর্ণ উন্নয়নকাজ আর বাধাগ্রস্ত না হয়।এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং বহু প্রতীক্ষিত এই রাস্তার সংস্কারকাজ কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন হবে।

 

Related Articles

Back to top button