হযরত শাহ্ কবির (রহঃ) বাংলাদেশ বাউল সমিতি’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরখানের মাজার এলাকায় সুলতানুল আউলিয়া হযরত শাহ কবির (রহঃ) এর মাজার অবস্থিত। এইখানে হযরত শাহ্ কবির (রহঃ) বাংলাদেশ বাউল সমিতি প্রধান কার্যালয়।
শনিবার (১৫ ই নভেম্বর) উত্তখানের মাজার এলকার প্রধান কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উৎসব মুখর পরিবেশে হযরত শাহ্ কবির (রহঃ) বাংলাদেশ বাউল সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি বারেক বৈদেশী ও সাধারণ সম্পাদক কবির সরকার নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন দেওয়ান, সহ-সভাপতি পাগল জাকির, সহ-সভাপতি পাগল আজগর আলী ভান্ডারী, সহ-সভাপতি পাগল আলাউদ্দিন, সহ-সভাপতি পাগল প্রেমানন্দ সরকার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জয়নাল দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক পাগল কমল, সহ-সাধারণ সম্পাদক- মজনু ভান্ডারী।
অন্য আরও সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ লিটন, অর্থ বিষয়ক সম্পাদক-মঞ্জু দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদকিকা লিপি আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদকিকা রিমু সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদকিকা সালমা বৈদেশী, সাংস্কৃতিক সম্পাদক নাজীম হোসেন হিরা, প্রচার সম্পাদক মোঃ শিমুল খাঁন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান বৈদেশী, ক্রীড়া সম্পাদক বাদশা দেওয়ান, দপ্তর সম্পাদক পাগল ওমর, কার্য নির্বাহী সদস্য তাইজুল ইসলাম, পাগল মাজহারুল ও মোঃ রুবেল হোসেন দেওয়ান।
নব-নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করা এবং পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রতি দিয়েছেন।
কমিটি শেষে বিজয়ীদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিলাদ মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন অনুষ্ঠানটি শেষ হয়।



