রাজউকের অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণ, বৈদ্যুতিক সংযোগে অবৈধতা: তুরাগে নতুন বির্তক

নিজস্ব প্রতিবেদকঃ তুরাগের দলিপাড়া এলাকায় রাজউকের অনুমোদন ছাড়াই একটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাড়িটি ডা. ফাহিমুজ্জানের মালিকানাধীন বলে জানা গেছে। প্রায় দুই মাস আগে রাজউক ওই ভবনটিতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে দেয়।রাজউকের কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ। তবুও কিছুদিনের মধ্যেই বাড়ির মালিক রাজউকের নির্দেশনা অমান্য করে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন।সরেজমিনে দেখা যায়, পাশের একটি বাড়ির মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওই বাড়িতে নির্মাণকাজ চালানো হচ্ছে। স্থানীয়রা জানান, তারা অবৈধ সংযোগ ব্যবহারে বাধা দিলেও মালিক তা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখেন।ঘটনাটি ঘটে দলিপাড়া কাঁচাবাজারের পাশে রংধনু বিল্ডিং সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক রড-সিমেন্ট ব্যবসায়ীর ছত্রছায়ায় এ অবৈধ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।অনুসন্ধানে আরও জানা যায়, ওই ব্যবসায়ী মঞ্জু স্থানীয়ভাবে শ্রমিক লীগ নেতা করিম খানের ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের সময়ে এলাকাভিত্তিক সালিশ ও দরবার করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তিনি রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে তার ছত্রছায়াতেই এলাকায় পুনরায় অবৈধ কর্মকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাস্থলে অনুসন্ধানে গেলে বাড়ির মালিক ডা. ফাহিমুজ্জানের ফোন পেয়ে মঞ্জু ঘটনাস্থলে আসেন এবং নিজেকে বিএনপি পরিচয় দিয়ে সাংবাদিকদের “ম্যানেজ” করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ডেসকো সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন, যাতে রাজউকের নিয়ম ভঙ্গ করে কেউ যেন আর অবৈধভাবে নির্মাণকাজ চালাতে না পারে।



