শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা ২০২৫। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজানের সময়সূচি বিবেচনায় এনে এবারের বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত একটি সভা আজ বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। প্রতিবার ফেব্রুয়ারিতে আয়োজিত এই বইমেলা দেশের সাহিত্যপ্রেমী ও বইপ্রকাশকদের জন্য সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে বিবেচিত হয়। তবে এবার নির্বাচনী ও ধর্মীয় প্রেক্ষাপটে তারিখ এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।



